Wellcome to National Portal

উপজেলা ভূমি অফিস মাধবপুর, হবিগঞ্জ এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম। ই-নামজারি সরকার নির্ধারিত ফি‘র অতিরিক্ত ফি দিবেন না। সরকার নির্ধারিত কোর্ট ফি ২০/-, নোটিশ জারি ফি ৫০/-, রেকর্ড সংশোধন ফি ১০০০/- মিউটেশন খতিয়ান ফি ১০০/- সর্বমোট ফি- ১১৭০/- ( দালাল ধরে প্রতারিত হবেন না)। কেউ অযথা হয়রানি করলে অথবা অতিরিক্ত অর্থ দাবী করলে এসিল্যান্ডকে জানান। এসিল্যান্ডের ফোন নম্বরঃ 01730331145 অনলাইনের মাধ্যমে নামজারী (ই-মিউটেশন) আবেদনের জন্য নিম্ন লিখিত ধাপসমূহ অনুসরণ করুন: www.land.gov.bd--> নাগরিক কর্নার --> ই- নামজারি। জনস্বার্থে সকলকে উপরোক্ত ধাপসমূহ অনুসরণপূর্বক অনলাইনের মাধ্যমে নিজ নিজ নামজারী (ই- মিউটেশন) আবেদন দাখিল করার জন্য অনুরোধ করা হলো।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার:

ক্রমিকনং

কাজের বিবরণ

নিস্পত্তির সময়সীমা

ভূমি উন্নয়ন কর দাবী নির্ধারন এবং আদায়

বাৎসরিক চলমান প্রক্রিয়া

      

নামজারী ও জমা খারিজ

৪৫ দিন, আলাদা ভাবে চার্ট টাঙ্গানো আছে।

ভূমিহীনদের মধ্যে খাসজমি বন্দোবস্ত সংক্রান্ত

চলমান প্রক্রিয়া এবং উর্ধতন কর্তৃপক্ষের বেধেঁ দেয়া সময় সীমার মধ্যে।

একসনা বাজার ভিট ইজারা ও নবায়ন

চলমান প্রক্রিয়া

অর্পিত সম্পতি ইজারা নবায়ন

বাৎসরিক চলমান প্রক্রিয়া

সায়রাত মহাল ব্যবস্থাপনা

বাৎসরিক চলমান প্রক্রিয়া

চা-বাগান ব্যবস্থাপনা

বাৎসরিক চলমান প্রক্রিয়া

রিভিউ মামলা

স্বাভাবিক প্রক্রিয়ায় ৩০ দিন

সরকারী সম্পত্তি রক্ষনাবেক্ষন ও অন্যান্য কাজ।